পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २ নিৰ্ব্বাসিক্তের | দেখিতে দেখিতে ক্রমে স্নান হয়ে যায় ; সেরূপ বদন তার নির্মীলিত প্রায় । নয়ন মোহিনী মূর্তি তথাপি তাহার, অপরূপ নিজ রূপ করিছে বিস্তার ! যুবতীর বাম স্কন্ধে করপদ্ম দিয়া, সুন্দর একটি শিশু আছে দাড়াইয়া । অনুমান বয়ঃক্রম পঞ্চম বৎসর, অরতি-মোহন তনু, সুঠাম, পীবর । বিস্ময়ে অবাক হয়ে মুখ দিকে তার একদৃষ্টে কভু চাহে ; কতুবা আবার যুবতীর স্নান মুখ করে নিরীক্ষণ ; বিষাদ সাগরে যেন রহেছে মগন ; কতুবা ফিরায়ে মুখ বাম দিকে চায়, জনেক রমণী আছে দাড়ায়ে তথায় । মোহ নিদ্রা হতে যুবা মেলিয়া নয়ন, যুবতীর মুখে দৃষ্টি ফেলিল যেমন, অমনি ললনা মুখে অঞ্চল বাপিয়া, একে বারে শোক-ভরে উঠিল কাদিয়া । নাভি হতে গুরু শ্বাস উদ্ধেতে বহিল, শোকেতে হৃদয় তার ফুলিতে লাগিল ; শিশুটী তব কি হয়ে চাহি এক বার সকলের মুখ পানে, অঞ্চল তাহার ধীরে ধীরে মৃদু করে করি তাকর্ষণ, অবশেষে স্থির নেত্ৰে থাকি কতক্ষণ,