পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কাণ্ড । 会@ আছাদে অবশ হলো ; দুট নেত্র ধার ধীরে ধীরে দুই গণ্ডে বহিল তাহার ; রুদ্ধস্বরে বলে তবে—“তুমি কি সুন্দরি ! তুমি কিলো অভাগার হৃদি-রাজেশ্বরী ? বহু দিন সুধামুখি ! গিয়াছি ফেলিয়া, আছ কিলো এতকাল সে জ্বালা সহিয়া, অভাগারে পরিশেষে করিতে সাল্গুন ? এই যে এসেছি আমি, উঠ প্রাণ ধন ! মুছ মূছ নেত্র ধার , দেখ অভাগার মুখ দিকে সুলোচনে চাহি একবার রেখনা শশাঙ্ক মুখ ঢাকিয়া অঞ্চলে সুহাসিনি ! বাহূলতা পামরের গলে প্রেম ভরে দিয়ে প্রিয়ে হাস এক বার ; ভয় কি ! তোমার আমি হলেম আবার । o দেখি নাই কতকাল ও বিধুবদন, উঠ উঠ সোহগিনি । করিলে চুম্বন । এত বলি দ্রুত পদে ধরি পদ্ম করে, যুবতীরে প্রেমভরে তুলিল অাদরে । বামবাহু দিয়া মধ্য করিয়া বেষ্টন, আপন হৃদয়ে যুব করিল ধারণ । রাখিয়া শশাঙ্ক-মুখ পতির হৃদয়ে, উঠিয় দাঁড়াল সতী নম্ৰমুখী হয়ে ; নয়নের জল তার নাসিকাগ্ৰ দিয়া, যুবার হৃদয়ে।পরে পড়িল বহিয়া ।