পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই মনোহর দেশে ; সবাই স্বাধীন ; মুখ ভোগে অধিবাসী যাপে চিরদিন । কিছুপরে দেখিবে হে পুরী মনোহর, উহা মম রাজধানী আমোদ নগর ; মুখের রাজত্ব হেথা, যে আসে তাহার, যায় রোগ, যায় শোক, হৃদয়ের ভার । এখানে উঠিয়া আসি তোমার কামিনী, মহাসুখে বহুদিন আছে একাকিনী, চল চল চল যাই সুখের অভ্যালয়ে, করসে রাজত্ব তুমি নির্ভয় হৃদয়ে । অবিশ্বাস করেছিলে আমার বচনে, কোথায় এসেছ এবে ভেবে দেখ মনে ; এতক্ষণে সিদ্ধ হলো কামনা আমার ; এই লও দারা-সুত লওহে তোমার । সুত কথা শুনি মাত্র শিশুর বদনে ফিরিয়া চাহিল যুবা, দেখে দুনয়নে । অপাঙ্গের প্রান্ত দিয়া সলিলের ধার পড়েছিল ; এবে দুট রেখা মাত্র তার, বিষঃ-কপোলপরে রহেছে পড়িয়া ; মাতৃ পাশে বস্ত্র ধরি আছে দাড়াইয়া । ভয়ে ভয়ে মুখ তুলি এক একবার, প্রণয়-প্রফুল্ল মুখ দেখিছে তাহার । অভাগা দেখিয়া তাকে ‘এস বাবা’ বোলে পরম অাদরে মরি! তুলে নিল কোলে, ৯