পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুকপোলে ছুটী চুম্ব করিল প্রদান, আহা মরি! এত দিনে জুড়াইল প্ৰাণ । আশা বলে—“আর কেন চলহে নামিয়া ; সুখেতে বিশ্রাম কর নিজ বাসে গিয়া । এত বলি তরি হতে নামিল সুন্দরী । পশ্চাতে চলিল যুবা, বাম করে ধরি প্রেয়সীর পদ্মকর ; দক্ষিণে যতনে, চলিল করিয়া কোলে হৃদয়-রতনে । উঠিয়া দাড়ায়ে তীরে সমীপেতে চায় ; কিছু দূরে পুরী এক দেখিবারে পায় । উন্নত প্রাসাদ শত উঠেছে গগণে ; উড়িছে সুবর্ণ-কেতু ভবনে ভবনে ; বিটপী-নিকুঞ্জে পুরী রহেছে বেষ্টিত । পথ-পাশে, শাখা-বাহু করি প্রসারিত, সহস্ৰ বকুল তরু, পথিকের শিরে প্রচুর কুসুম বৃষ্টি করে ধীরে ধীরে । বিস্ময়ে, সংশয়ে, ভয়ে, হইয়া কম্পিত, মৃদু-পদে চলে যুবা ; এখনো নিশ্চিত জানেন অভাগা হায়! কে সে বিনোদিনী ; কোথায় তাহাকে লয়ে চলেছে কামিনী । কিছু দূরে অাসি যুবা দেখে বাম পাশে, মোহন উদ্যান মাঝে, বিশ্রামের আশে, নর নারী শত শত রহেছে বসিয়া । শত শত বিদ্যাধরী হেম-ঘট নিয়1,