পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কাও। సెసి শীতল সলিল সবে করে বিতরণ । মধুর অমৃত ফল দেয় কোন জন । কি আশ্চৰ্য্য ! এত যাত্রী হয়েছে আগত, যুবক যুবতী সংখ্যা তার মাঝে যত, বয়োরুদ্ধ-সংখ্যা তার দশ-ভাগ নয় । দেখিয়া যুবার বড় বাড়িল বিস্ময়। কোথাবা চাহিয়া দেখে, কোন সুলোচনা, কুড়ায়ে বকুল ফুল, হয়ে এক মন৷ যতনে গাথিছে মালা ; কোন বা সুন্দরী মালা লয়ে স্মিত-মুখে সুধা বৃষ্টি করি, নিজ প্রণয়ীর গলে দেয় পরাইয়া । কোথাবা সুন্দরী কেহ হাসিয়া হাসিয়া, স্বামীর কোলেতে দেয় কুমার রতনে, কোথাব। রমণী কেহ আপনার মনে, তরু-তলে বসি সুতে করে স্তন দান ; ‘আয় ঘুম আয় বলি করিতেছে গান । দেখিতে দেখিতে যুবা যায় পায় পায় ; কিছু দূরে আসি দেখে, রূপের শোভায় আলো করে দশ দিক্‌ সহস্র কিন্নরী, উড়ায়ে বিচিত্র কেতু, মধু বৃষ্টি করি অভাগার চিন্তাদগ্ধ বিশুষ্ক হৃদয়ে, গাইতে গাইতে সবে সম্মিলিত হয়ে, বাহিরিল পুরী হতে । বাহির হইয়। আসিতে লাগিল তারা সেই পথ দিয়া ।