পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। এতদিনে সাহস করিয়া সাধারণের সমক্ষে আত্মপরিচয় দিতে অগ্রসর হইলাম । “নিৰ্ব্বাসিতের বিলাপের” জন্মের কথা কিছু বলা উচিত। প্রায় দুই বৎসর গত হইল এক জন ভদ্র সন্তান কোন গুরুতর অপরাধে চির জীবনের মত নিৰ্ব্বাসিত হন । র্তাহার যাইবার দিন তাহার ভাবী অবস্থার কথা মনে হইয়া বড় কষ্ট হইতে লাগিল ; সেই উপলক্ষে গুটিকত পংক্তি লিখিয়া সোমপ্রকাশে প্রকাশ করিলাম। আর অধিক লিখিবার ইচ্ছা ছিল না ; কিন্তু সোমপ্রকাশ সম্পাদক মহাশয় বিশেষ আনন্দ প্রকাশ করিয়া অবশিষ্ট অংশ চাহিলেন । তাহার মত লোকের সন্তোষ দর্শনে উৎসাহিত হইয়া ক্রমাগত লিখিতে লাগিলাম। চতুর্দিক হইতে অনেকেই প্রশংসা করিতে লাগিলেন । তাহাতে আরও উৎসাহিত হইয়া পুস্তকাকারে প্রকাশ করিবার ইচ্ছা করিলাম। কিন্তু মধ্যে আমার মনের অবস্থার অনেক পরিবর্ত হওয়াতে এবিষয় এক প্রকার উপেক্ষা করিয়াছিলাম ! অবশেষে সোমপ্রকাশ সম্পাদক মহাশয়ের পরামর্শে ও অন্য বন্ধুদিগের আগ্রহে প্রকাশ করিতে বাধ্য হইলাম । পুস্তকখানি, বিশেষতঃ শেষ ভাগট, বড় তাড়াতাড়ি লেখা হইয়াছে। জানি না, পাঠকগণ ইহাতে আনন্দের দ্রব্য কিছু পাইবেন