পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कङ्कर्ष कां७ ।। So Y অবশেষে শশীমুখী সখী এক জন স্বর্ণখালে মুমুখীরে করিল বরণ । বরিয়া সকলে পুন গলবস্ত্র হয়ে, নমিল চরণ-তলে পদধূলি লয়ে ! শেষেতে উঠিলা দেবী রথের উপরে । চারুহাসি সহচরী, সেই করিবরে উঠাইল অভাগারে দারামুত সনে ; অস্কুশ ধরিয়া নিজে প্রফুল্ল বদনে বসিল মুমুখী ; মরি কি শোভা তাহার ! ঐরাবতে মুররাণী দিলা যেন বার। এরূপে বেষ্টিতা হয়ে সঙ্গিনীর দলে, পুরীতে চলিলা দেবী ; ঘোর কোলাহলে, যাত্রী-গণ যুবা বৃদ্ধ সকলে ছুটিল ; সঙ্গে সঙ্গে জন স্রোত বহিতে লাগিল ; কতক্ষণে রথ আসি দক্ষিণের দ্বারে । উতরিল ; শোভা তার দেখে একেবারে বিস্ময়ে অভাগা মরি হলো হত-জ্ঞান ! নাহিক প্রহরী তথা ; নাহি দ্বারবান ; কেবল সুধাংশু-মুখী দুট সহচরী, দুপাশে মোহন-বেশে বসি অশ্বোপরি । দক্ষিণ করেতে কেতু ধরিয়া উজ্জ্বল ; পূর্ণ শশধর-করে করে ঝল মল ; বাম কক্ষে সুশাণিত দোলে তরবার ; চন্দ্রের আলোকে শোভা অপূৰ্ব্ব তাহার ।