পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিক্তেত্ব বিলাপ। স্ফটিক-নিৰ্ম্মিত স্তম্ভ, হীরক খচিত ; উপরে চাহিয়া দেখে, সুবর্ণ-নিৰ্ম্মিত সুন্দর ফলকে, লেখা হীরক অক্ষরে, গাথা এক নিরস্তর ঝল মল করে ঃ– “আমোদ-নগর এই আনন্দের ধাম, যে যা চাবে তাই পাবে পূর্ণ হবে কাম ।’— দেখিতে দেখিতে যুবা বিস্মিত অস্তরে, ক্রমে প্রবেশিল আসি পুরীর ভিতরে ! পুরীতে অদ্ভুত সব করে দরশন ; পথের উভয় পাশে স্ফটিক-ভবন । প্রত্যেক ভবনে দেখে জন কোলাহল, মৃত্য গীতে চারি দিক করে টল মল । যথা তথা উপবন শোভে মনোহর ; কুসুম-সৌরভে পুরি করে ভর ভর । যুবক যুবতী সব, প্রফুল্ল বদন, কতু হেতা কভু সেথা করিছে গমন । ঔৎসুক্য দেখিয়া তার, রাখিয়া তাহারে নিজ বাসে গেলা দেবী ; নামি দুই ধারে দেখিতে লাগিল যুবা প্রেয়সীর সনে ; একে একে যায় সব ভবনে ভবনে ! করি হতে প্রিয়াসনে নামিল যখন, যুবক দম্পতী এক আসিয়া তখন উতরিল সেই খানে । দেখে চমৎকার । সেই যুব একজন প্রিয় বন্ধু তার ;