পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छछूथ का७ ।। סי6צ বঙ্গ-ভূমে ছিল যবে, তবে সেই জন হয়েছিল দেশাস্তর ; এত দিন পরে ০েয়সার সনে আসি মিলেছে অাদরে । কিন্তু সে অস্তুত কাণ্ড দেখে চমৎকার! সদা তার যুবতীর নেত্ৰে বহে ধার। বাহিরে কাদিছে বালা আনন্দ অস্তরে ; চলিছে নাথের কর ধরি পদ্ম-করে । কহিতে কহিতে কথা তাহীদের সনে, প্রবেশে অভাগা এক স্ফটিক-ভবনে । দেখে তথা সিংহাসনে বসে এক জন ; পাত্র মিত্র চারি পাশে বসে অগণন । শত শত দাস দাসী তাহাকে ঘেরিয়া, করযোড়ে চারি ধারে অাছে দাড়াইয়া । স্বরূপা কিঙ্করী দুটী চামর চুলায়, । কিবা সুসজ্জিত বাটী ইন্দ্র পুরী প্রায় ! কিন্তু কি আশ্চৰ্য্য ! তার চীর পরিধান ; বিশীর্ণ মলিন তনু, ভিখারী-সমান ! দেখিয়া অভাগা তারে চিনিল তখন ; বঙ্গদেশে, দ্বারে ভ্ৰমি সেই জন, দিন দিন ভিক্ষ মুষ্টি সঞ্চয় করিয়া থাকিত অনেক কষ্ট্রে জীবন ধরিয়া । দেখিয়া তাহার কাণ্ড হাসিছে সকলে ; কেহবা করিয়া ঘৃণা যায় অন্য স্থলে ।