পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5छूर्ष क७ ।। Yo (o এই রূপ নানা কাজে ; আনন্দে সবারি হৃদয় প্রফুল্ল দেখে ; বিষাদ সেখানে নাহি পায় কভু স্থান । প্রমোদ উদ্যানে নাচিছে গাইছে সবে ; ঘন কুঞ্জ-বনে বসন্তের সখা বসি কুলায়-ভবনে, সুমধুর কুহু-রব করিছে নিয়ত । মল্লিকার বাস হরি, মারুত সতত, কুঞ্জে কুঞ্জে, গৃহে গৃহে, খেলিয়া বেড়ায় ; শিরোপরে সুধানিধি প্রবল ধারায়, চারিদিকে সুধা-বৃষ্টি করে নিরন্তর ; যায় শোক, যায় তাপ, জুড়ায় অন্তর ; দেখিয়া দেখিয়া যুব বেড়ায় যেমন ভয়ঙ্কর অগ্নিবর্ণেরঞ্জিল গগণ ; দশদিক একে বারে জ্বলিয়া উঠিল ; সন্ত্রাসে কাপিল মন, নয়ন নিবিল । । অনুপম তেজঃ-পুঞ্জ কার সাধ্য চায় ; সহস্র অশনি যেন মিলিল তথায় । অন্তরীক্ষে অগ্নি মাঝে হইল হুঙ্কার ; একে বারে কেঁপে উঠে যেন ত্রিসংসার ; সংজ্ঞা হীন হয়ে পড়ে কত নারী নর ! সে অনল মধ্য হতে সুগভীর স্বরে, বলিল ডাকিয়া—‘ধিক হতভাগ্য নরে ; আশার ছলনে ভুলে ডুবেছে মায়ায় ; কল্পিত সুখের ভোগে উন্মত্তের প্রায় ।