পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিৰ্ব্বাসিতের ৰিলাপ । হা কি লজ্জা ! কি আশ্চর্য্য ! কখনো সফল হবেন যে ইচ্ছা কেন তাহাতে চঞ্চল ? . যেবা যেথা আছে, সুখ তাহাতে নিশ্চয় ; ভক্তি ভরে করে যদি বিভু পদাশ্রয়, কথা শেষে পুনরায় হইল হুঙ্কায় আশার স্ফটিক-পুরী,একি চমৎকার! নিমেষে নিমেষে যেন গলিতে লাগিল ; দ্বিতল ত্রিতল ক্ৰমে শূন্যে মিলাইল । তৃতীয় হুঙ্কারে সব হলো অন্ধকার ; একেবারে চারি দিকে উঠে হাহাকার ! সন্ত্রমে ভাঙ্গিয়া গেল যুবার স্বপন । সন্ত্রমে ব্যাকুল হয়ে মেলে দুনয়ন – চেয়ে দেখে, পড়ে আছে কুৗির-শয়নে, কোথা দারা কোথা সুত, স্বপনের সনে সে সকল হইয়াছে এবে অন্তৰ্দ্ধান ; এখনো যথার্থ বলি হয় অনুমান । কতক্ষণ পরে উঠে বাহিরেতে যায় ; সেই ঘোর আন্দামান দেখিবারে পায় । তরুণ তপন এবে বন মধ্য দিয়া ; মুদু মৃদু হাসিতেছে তাহাকে দেখিয়া, মহা কোলাহলে পাখী ছাড়িয়া কুলায়, তার কথা গাছে গাছে বলিয়া বেড়ায় ; এতক্ষণে নিদ্র। হতে উঠেছে সাগর ; অদূরেতে যত সব কারাবাসী নর,