পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छछूर्ष कां७ ।। o } e \ কহে কথা নানামত ; দক্ষিণ পবন সুশীতল করি তনু বহে অনুক্ষণ ! . আনন্দে প্রকৃতি যেন হাসে মনোসুখে ; তার মাঝে সুধু সেই অভাগার মুখে, রাজ্যের বিষাদ যেন রহেছে বসিয়া ! বিরস বদনে যুব ভাবে দাড়াইয়া । বহুক্ষণ উৰ্দ্ধনেত্ৰে নিশ্বাস ছাড়িল, মলিন কপোলে অশ্রু গলিতে লাগিল । অবশেষে বলে—আর কেনরে নয়ন ! ফেল রথা অশ্রুধারা ? হতভাগ্য মন । ভোলোবুে পূর্বের কথা, ভোলো পরিবার, সাগরের পারে যেতে চাহিওনা অার ; যাওরে দুরাশা তুমি মানস ছাড়িয়া, আর কেন হৃদি মাঝে থাক লুকাইয়া ! সুখের স্বপন সব লওরে বিদায় ; সংসার । একাকী রাখি যাওরে আমায় ! এসরে শৃঙ্খল এস পরিরে চরণে ! তোমাকে এনিছি নিজে, তাড়াব কেমনে ? থাকো থাকে। আন্দামান ! লোহার পিঞ্জর আর আমি বলিবনা , দুৰ্জ্জয় সাগর ! তোমাকেও শক্র বোধ করিবন আর । দিবা শেষে মৃদু পদে নিকটে তোমার, আসি সিন্ধু করিবন বসিয়া রোদন ; হওরে প্রস্তুত পৃষ্ঠ ! পেওনা বেদন 制