পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o) o কি না ; যাহা হউক ভ্রম প্রমাদাদি দেখিলে অথবা কোনস্থল অসংলগ্ন বোধ হইলে পাঠকগণ অনুগ্রহ করিয়৷ কো প্রকাশ্য পত্রে প্রকাশ করিবেন,দ্বিতীয় বার পরিশুদ্ধ করিতে পারি। স্বপ্নাংশট একটি ধারাবাহী রূপক । আশা সাহায্যে বিষাদ সাগর ও বিপদের ঝটিকা উত্তীর্ণ হইয় মনুষ্য কি রূপে মনে মনে কল্পিত সুখ ভোগ ক:ে এবং পরে যুক্তির বলে সে মুখের স্বপ্ন ভঙ্গ হইনে কি রূপে নিজ অবস্থার জন্য প্রস্তুত হয়, ইহাতে তাহা প্রকাশ করা হইয়াছে। অবশেষে কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি ে মান্যবর শ্ৰীযুক্ত বাবু শিবচন্দ্র চৌধুরী মহাশয় সম্পু ব্যয় সাহায্য না করিলে পাঠকগণ আজিও “নিৰ্ব্বাসিতে বিলাপ’ দেখিতে পাইতেন না । কলিকাতা, l সংস্কৃত কালেজ । সংবৎ ১৯২৫, ৩০ এ আগ্রহায়ণ । | ঐশিঃ