পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্বাসিতের বিলাপ। প্রথম কাণ্ড। আন্দামানদ্বীপ—স্থান সমুদ্রতট–সময় গোধুলি। একিহে জলধি! আজ করি বিলােকন কেন হে ভীষণ ভাব করেছ ধারণ ? এহেন চপল কেন তােমার হৃদয় হইল, অপর সিন্ধু ! বল এ সময় ? কেন হে তরঙ্গ ভঙ্গী করে বারবার করিছ আঘাত কুলে ? হায় হে আমার দুঃখ দেখে রত্নাকর! হয়ে কি দুঃখিত, তােমার হৃদয় আজ হলাে উচ্ছলিত ? নতুবা গম্ভীর তুমি বিদিত ভুবনে । একি দেখি নীর-নিধি! কি ভাবিয়া মনে, খেলিছ মন্তের মত এহেন সময় ? জাননা কি এ পাপীর চঞ্চল হৃদয় হইত সুস্থির ভাই করে দরশন তােমার গম্ভীর মূৰ্ত্তি ; অভাগার মন হেরিয়া তােমার ভাব হইত সরল ; সেই তুমি আজি কেন এরূপ চঞ্চল ? তুমি যদি ভুলিলে হে আপনারে ভাই! বল তবে, হতভাগ্য, কার কাছে যাই ? ১