পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্বাসিতে, পি। স্থির হও রত্নাকর ! করহে শ্রবণ অভাগা বিনয়ে যাহা করে নিবেদন। হায় কিছু দিন পরে জীবন আমার হইবে বিলীন ভাই, সমীপে তােমায় ; ওই যে কুটীর দেখ আমার সমান গলিত মলিন বেশ ; করিবে প্রদান। উহা মম পরিচয়, কিছু দিন তরে, অবশেষে যাবে কিন্তু ধরার উদরে। একটা মৃত্তিকা-রাশি থাকিবে ওখানে- আমার অশ্রুর সাক্ষী এই আন্দামানে তুমিত প্রবল সিন্ধু ! হেথা চিরকাল থাকিবে সমান ভাবে,সমান করাল ; যদ্যপি পথিক কেহ উঠে হে কখন এই জনশূন্য তীরে ; চিন্তাতে মগন হইবে নিশ্চিত ভাই, করে দরশন আমার গৃহেয় শেষ ; ভাবিবে তখন দাড়ায়ে তােমার তীরে কে এখানে ছিল, কি বা নাম, কোথা ধাম কবে বা মরিল । বলো হে তাহাকে তুমি রতন-আধার ! ‘কিছু দিন ছিল হেথা এক দুরাচার ; ‘পড়িয়া লােভের ফাদে পাপ কৰ্ম্ম করে, ছিল হেথা কারাবাসে জীবনের তরে, “জানিনা তাহার নাম কোথা তার ঘর, ‘কেবা পিতা, কেবা মাতা, কেবা তার পর।