পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নির্বাসিতের বিলাপ। ! প্রণমিছে রবিপদে যেন তরুগণ । হইল অপূৰ্ব্ব শােভা কিবা চমৎকার! ইহাতেও নাহি সুখ এই অভাগার। দিনমণি যায় দেখে ব্যাকুলিত মন, বলিতে লাগিল তবে করে সম্ভাষণঃ- কেন হে অম্বর-মণি ! লােহিত বরণ ধরিয়া জলধি-জলে হইছ মগন, ? আমরি কি শােভা তুমি ধরেছ তপন ! এ পাপ রসনা বলাে করবে বর্ণন কি রূপে এ হেন রূপ ? যতেক বচন শুনেছি শিখেছি আমি সমস্ত জীবনে, ফুরাবে সে সব দেব? এ শােভা কীর্তনে। জগতে প্রকৃত সুখী তুমি দিনকর । তুমি ধন্য পুণ্যবান্ ! বিশ্ব চরাচর হাসে দেব ! তুমি যবে খুলি হেম দ্বার গগণ-প্রাঙ্গনে কর পদের সঞ্চার । তব পদার্পণে পাখী ভুধরে, কাননে, গৃহীদের প্রতি গৃহে, আনন্দিত মনে ঘুষিয়া বেড়ায় দেব! তব আগমন। তামসী-তামস ভেদি তােমার কিরণ পড়িলে গৃহের চুড়ে, নিদ্রায় কাতর না থাকে কোথাও কেহ ; বিপিন, সাগর, সবাই জাগিয়া উঠে আনন্দে মাতিয়া । মনের আনন্দ তরু প্রকাশে নাচিয়া ।