পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কাও । Y S. ন। পান দেখিতে আর, গিয়াছে নয়ন অনিবার বারিধারা করি বরিষণ । জেন হে মারুত ! তাকে দুঃখিনী জননী এ পামর দুরাত্মার ; দিবস রজনী নাহিক অপর চিন্তা তাহার হৃদয়ে , ভাবেন কৃতান্ত বুঝি আপন আলয়ে হরেছে মাণিক তার ; অথবা কুমতি পুত্রে তার ; সবিনয়ে বোলো সদাগতি । করিয়ে আমার হয়ে মাতৃ সম্বোধন, বোলোহে—জননি। আর করোনা রোদন, স্নেহময়ি । মরে নাই আছে গো জীবনে তোমার স্নেহের ধন ; জলধি জীবনে আছে এক মরু-দেশ ; প্রকৃতি সুন্দবী দূর হতে গিয়াছেন যারে পরিহরি ; সেই খানে রহিয়াছে তোমার তনয় । ( তোমার পবিত্র নাম কলঙ্কিত হয় করিলে যাহার নাম তব পুত্র বলে ) দিবানিশি ভাসিতেছে নয়নের জলে । কি হবে কাদিলে মাগো ! তার তার তরে ; বিধির লিখন বলো খণ্ডন কে করে ; অয়ি মা ! সম্বর শোক করে দরশন, তার এই হত ভাগ্য সুতের বদন । কাদিয়া আমার কর ধারণ করিয়া, বলিল সে কথা যত শুন মন দিয়া :–