পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) R নিৰ্ব্বাসিতের বিলাপ । “কোথা ওমা স্নেহ-ময়ি ! কোথায় এখন তালিয়া পুত্রের দশা কর দরশন। অপার জলধি তীরে এ জীবন যায়, এসে দেখ দয়াময়ি | রহিলে কোথায় । হায় গো পাপীষ্ঠ আমি বড় দুরাচার, অামা হতে না হইল কোন উপকার ! সহিলে যে কত দুঃখ পামরের তরে, এ পাপ রসনা তাহা বর্ণিবে কি করে ; ধরেছিলে জঠরেতে করিয়া যতন, করেছিলে দয়াময়ি ! পালন যখন, তখন জননি ! কি গো ভেবেছিলে মনে, পয়োদানে অহি-শিশু পুষিছ ভবনে ? দিনেকের তরে পীড়া হইলে যখন, নয়নের জলে মাগো ! ভাসিত বদন, তখন জননি ! কি গো ভেবেছিলে মনে, না যাবে সে জলধারা, থাকিবে নয়নে ? আসিতাম দিবাশেষে জননি । যখন ক্রীড়া করে, আধ স্বরে করে সম্ভাষণ মা, মা, বলে ; যবে তুমি হাসিতে হাসিতে, বাবা এস বলে আসি, মুছাইয়া দিতে সকল গায়ের ধুলি ; আনন্দিত মনে লইয়া অমৃত-কোলে, করিয়া বদনে ঘন ঘন চুম্ব-দান, বসিয়া যতনে করাইতে স্তনপান ; তার মনে মনে