পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কাণ্ড । ליל করিতে গো কত আশা ; বলিতে—হৃদয়! স্থির হও কোন দিন চিরদিন নয় । আর কি পরিবে কেহ সাহস করিয়া, উপহাস করিবারে কাঙ্গাল বলিয়া ; আর কি অর্ণধারে দিন করিবে যাপন ; আর কি পরের বাক্যে করিবে রোদন, আর কি দুখিনী নাম থাকিবে তোমার, কাদিবে মলিন মুখে বিজনে কি আর । এত দিন সহিয়াছ যাক দিন কয়, উঠবে সুখের রবি নাহিক সংশয় ; এতদিনে দুখ তব শেষ করিবারে, অমূল্য রতন বিধি দিয়াছে তোমারে ; রাজার জননী হবে, ভয় কি তোমার ? দিন কত সহে থাক কাদিও না আর ; এখন অল্লের তরে লালায়িত মন । আপনি দুহাতে দান করিবে তখন ; কাঙ্গাল বলিয়া আজ করে উপহাস, কালি তার হইবেক পদানত-দাস ; আজি যারা অহঙ্কারে ফিরিয়া ন চায়, কালি তারা দীনভাবে লোটাইবে পায় ; পামরে হৃদয়ে ধরে, করিয়া চুম্বন, মানসে এ হেন আশা করিতে যখন, তখন জননি ! কি গো ভেবে ছিলে মনে পয়োদানে অহিশিশু তুষিছ ভবনে ? ૨ p