পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 3 নির্বাসিতের বিলাপ । হায় মা অন্ধের নড়ী বিধবার ধন, একমাত্র পুত্র ছিনু, পাঠাতে যখন বিদ্যালয়ে, নিত্য নব জ্ঞান শিক্ষা করি শুনাতাম যবে আসি উঠি ক্রোড়োপরি পুষ্পের কলিকা সম মানস আমার দলে দলে ফুটে শোভা করিত বিস্তার দেখিয়া নির্জনে কত আনন্দে কাদিতে ঠাকুরে খুড়িয়া মাথা দীর্ঘায়ু করিতে ; ভাবিতে শিশুর শ্রেষ্ঠ কুলের গৌরব, হবে পুত্র, ঘুচাইবে দুঃখ কষ্ট সব । তখন জননি কিগো ভেবেছিলে মনে পয়োদানে আহিশিশু পুষিছ ভবনে ? আয় মা হৃদয় চিরে এখন দেখাই ! পরাণে ঢেলেছি কালি মাখায়েছি ছাই । সে শিক্ষা কুশিক্ষা মাগো ! যাতে ধৰ্ম্ম ভয় না শিখায় ; যে শিক্ষাতে তোমার তনয়, পেয়েও মুবুদ্ধি খ্যাতি মূখের অধম । নর হয়ে প্রবৃত্তির দাস পশু সম | করেছিলে যত আশা পুরিল সকল ! মানসের কথা মনে রহিল কেবল !” অপরে দেখিবে ভাই ! রূপে অনুপম৷ শোভিত যৌবন ফুলে ; কমলার সম । সুশীল প্রকৃতি অতি ; বিনীত বদন ; কিবা চারু বিম্বাধর ; রুচির দশন ;