পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কাণ্ড । স্বভাব সলজ্জ তার নয়ন যুগল রয়েছে শোভিত করে বদন-কমল, সরলতা পবিত্রতা মাখা নিরস্তর ; প্রণয়ে উজ্জ্বল সেই অণখি ইন্দীবর । প্রমন্ন পবিত্র দৃষ্টি উপরে যাহার পড়িবে তখনি শাস্ত হৃদয় বিকার । সে সুন্দর গও দুটা বুঝিবা এখন নাহি আর সেইরূপ আরক্ত-বরণ, অভাগার ভাবনায় বুঝি এতদিন ! হাসি হানি মুখ-শশী হয়েছে মলিন । আহা ! মরি । প্রিয়া মম কুসুম-কোমলা না জানি সহিছে জ্বালা কেমনে অবলা । হৃদয়ের বিকলিত কুসুম আমার, আছে কি রে এতকাল সহিয়ে এভার ! অথবা পাপীর ঘর বুঝি শূন্য করে জীবন-তোষিণী মম গেছে পরিহরে । দূর কর অমঙ্গল, দূর কর ভয়, প্রণয় দেবতা মম রহেছে অক্ষয় । দেবগণ, ঋষিগণ, গন্ধৰ্ব্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, নাগ, সিদ্ধ, গুহাক, অপার ! যেবা যেথা আছ, পাপী করে নমস্কার ; পামরে করুণা কর ; মুমুখী আমার যেথা যাবে রক্ষী হয়ে থাকিও সকলে ; প্রেমের প্রতিমা মম যেন জলে স্থলে,