পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কাও ৷ ১৭ দিবস গৃহের কাজে হয় অবসান ; প্রবল ভাবনানল নাহি পায় স্থান তাহার কোমল হৃদে ৷ ভাই সমীরণ ! কিন্তু দিবসের রাজা যানহে যখন, ধীরে অস্তগিরিবরে করিতে শয়ন , যখন তামসী আসি সুকোমল করে, ধীরে ধীরে জীবগণে নিদ্রায়িত করে ; যখন তামসরাশি করে আচ্ছাদন দশ দিগ, জল-স্থল ; বলোহে তখন কিরূপে নিবিবে তার মানস-অনল ? নিবাতে অনল বালা নয়নের জল বরমে হৃদয়ে সদা ; নিবিবে কেমনে । আগুন দ্বিগুণ হয় নিশ্বাস পবনে । অথবা নিম্প্রভ হয়ে দিনেশের করে, থাকে সে অনল বুঝি হীনভাব ধরে ; এখন রজনী এলে পেয়ে অন্ধকার, অনল প্রবল প্রভা করহে বিস্তার । তাহাকে জানিবে ভাই ! এই অভাগার জীবের ੇਸ਼ ভাগ, বিভিন্ন আকার । বলে তাকে সমীরণ ! “কুরঙ্গ-নয়নে । ফেলন ভূষণ খুলে ; জলধি-জীবনে রহেছে হৃদয়-নাথ , কর সম্বরণ শোকাবেগ, বরাননে ! করোনা রেদিন । তাহার বিরহে তুমি কাতর যেমন