পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিতের বিলাপ । তোমার সে মুখশশী প্রেম-তুলি দিয়া, এখনো হৃদয়-মাঝে রেখেছি অ'কিয়া ; দিব। শেষে কার্য্য হতে আসি প্রাণধন ! অশ্র-জলে ভাসি তাহা করি দরশন । এখনো মরিনি আমি আছিলো সুন্দরি । দেখে সেই পুর্ণ-শশী অাছি প্রাণ ধরি । দেখিবে সেখানে ভাই ! সুঠাম, সুন্দর, খেলিছে বালক এক ; ষেন নিজে স্মর ধরি কলেবর, তথা হরষিত-মনে, বিহরে সতত ; হায় ! বলিব কেমনে, এতেক দুঃখের কথা । সেট হে আমার ( হায়রে নয়নে বারি অাসে বার বাব : ) সেট হে আমার ভাই ! হৃদযের ধন । মরি মরি! এত শোক, এতেক রোদন, তাহার কোমল হৃদে নাহি পায় স্থান ; হাসিছে খেলিছে সুখে নিতান্ত অজ্ঞান । বিদেশে ভাসিছে পিতা নয়নের জলে ; পুড়িছে রজনী-দিন মানস-অনলে , স্বপনে জানে না বাছা, সুখে নিদ্র। যায় ; অপর বালক সনে খেলিয়া বেড়ায় । জানে না বিরলে কেন তাহার জননী ঢালে নয়নের জল দিবস-রজনী । হাসিতে হাসিতে যবে, ভাই সমীরণ ! আসে তার মাতুপাশে, হয় ক্ষুণ্ণ মন,