পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ર ૨ নির্বাসিতের বিলাপ। দিওনা কখনে৷ কাণ সে সব বচনে ; ঈশ্বরে করিয়া ভর সুখী থেকে মনে । পাপীর সন্তান যদি বলে কোন জন, বাছারে ! সহিয়া থেকে1, করোনা রো দন | অপার জলধি-তীরে, হারায় জীমন তোমার জনক, তাকে কোরো রে স্মরণ ; বৎসরে গণ্ড ষ-জল তার নামে দিও, ত সি তবে কথা-গুলি হৃদয়ে রাখিও । বলিতে বলিতে হেন, ক্রমে অন্ধকার ডুবাইল গিরি, নদী, সকল সংসার ; শুনিতে শুনিতে কথা, বীরেন্দ্র সাগর, ক্রমশঃ নিদ্রায় যেন হইয়া কাতর, সুনীল উত্তর মুখে টানিয়া লইল । মনোদুঃখে যুবা তবে বলিতে লাগিল ঃ-- “ঘুমাও দুর্জয় সিন্ধু! ঘুমাও সাগর ! তাকাতরে নিদ্রা তুমি যাও বীরবর! জন্মেছি কঁাদিতে আমি কাদিব বিজনে, রাখিব মনের কথা মানসে গোপনে । হায় হে ! অভাগা আমি সাস্তুনার আশে, প্রতিদিন জলনিধি ! আসি তব পাশে কিন্তু আজ হতে সিন্ধু ! আসিব না আর, নিদ্রার ব্যাঘাত পাছে হয় হে তোমার । এত বলি কুটীরেতে করিল গমন, যুগ সম নিশীথিনী করিতে যাপন ।