পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাণ্ড । حاص چسه همکم وسعهحصات স্থান-কুটার। সময় –সন্ধ্যা । নীরব সংসার ! এবে তমোবাস পরি আইলা রজনী যেন মৃত্যুর কিঙ্করী, ধীরে ধীরে পদ ক্রম করি নিশি যায়, নিবিড় তমসাঞ্চল পশ্চাতে লোটায়, যমের ভগিনী নিশি কালিন্দী সোদর। পদাপণে ভয়ে ভীত অভিভূত ধরা । ক্রমে স্তব্ধ চরাচর ; কুলায়ে গোপনে নীরবিল বিহঙ্গম রাখিয়া যতনে আপন শাবকগণে পাখার ভিতরে, পাখাতে ঢাকিয় মুখ নিদ্রা-ভোগ করে । আপন আবাস-গৃহে করিয়া শয়ন, নয়ন মুদিয়া গাভী করে রোমন্থন । জননীর কোলে শিশু অঘোর ঘুমায় । আপনি প্রকৃতি-দেবী বিচেতন প্রায় । সকলেই গাঢ় নিদ্র করে অনুভব , সুস্থির স্তিমিত সব, নাহি কোন রব । কোলাহল কর্ণভেদ নাহি করে আfর ; গভীর ধ্যানেতে যেন বসিল সংসার । চরাচর বিচেতন প্রকৃতির কোলে । কেবল দাড়ায়ে তরু বায়ুভরে দোলে ।