পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 নিৰ্ব্বামিতের বিলাপ । খস খস্ খস্ শব্দ হয় ঘন ঘন, বুঝিবা বিরল পেয়ে এক প্রাণ মন উদ্ধ বাহু হয়ে তরু ঈশ-গুণ গায় । কেবল শ্বাপদ-কুল আহার চেষ্টায় ভ্ৰমিছে গহন মাঝে,মহাভয়ঙ্কর ; সচকিত বনস্থলী কঁপে থর থর । অভাগা কেবল আর কুটীয়-শয়নে করিয়া শয়ন, দীন, ভাবে মনে মনে , কত ভাব মনে আসে কত ভাব যায়, নয়ন সমীপে বিশ্ব ঘুরিয়া বেড়ায় । । কতু দেখে, যেন আর নাহি কারাগার, নাহিক দাসত্ব-পাশ পদযুগে অার, নাহি সেই আন্দামান, নাহি সে সাগর, এসেছে আবাস ভুমে, ব্যাকুল অন্তর, হেরিবারে সুত জায়া প্রিয় পরিজন, উথলিছে মুখ-সিন্ধু, করি দরশন আত্মীয় স্বজনগণে, হৃষ্ট চিতে পরে, সুখের ভবনে যেন পদাপর্ণ করে । দেখে যেন–রহেছেন দুঃখিনী জননী, ভাবনায় শীর্ণকায় দিবস রজনী, পদ ধূলি লয়ে যেন করিছে প্রণাম ; গদ গদ হয়ে যেন বলিতেছে নাম, শুনিয়া পুত্রের স্বর চমকি তখন, বলেন নিশ্বাস ছাড়ি—“কেরে, বাছাধন