পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ নিৰ্বাসিতের বিলাপ । শ্রম-ভরে ক্লান্ত তুমি হইতে যখন, বল নাথ কেবা পদ করিত সেবন ? সে সময়ে অধিনীর কথা মনে হলে বুঝিবা ভাসিত বুক নয়নের জলে ; এস এস এস নাথ ! করি আলিঙ্গন, আজি সুশীতল করি তাপিত জীবন ;" দেখে যেন—এক পাশে চিত্রিতের প্রায় দাড়ায়ে পুতলি তার ; সলিল ধারায় সতত ভাসিছে তার কমল বদন, জননী কাদিছে দেখি ব্যাকুলিত মন । অধরে না সরে কথা, হয়ে চমৎকার, স্থিরতর দৃষ্টিপাত করে বার বার পিতার বদনে ; আহা ! জানেন। অজ্ঞান কেন যে বদনে তার করে চুম্ব-দান । ভয়েতে পিতার কোলে উঠিতে ন চায়, মাতার অঞ্চলে নিজ বদন লুকায় । ভাবে এ কে ! কেন কোলে করিছে আমায় – সতত মাতার দিকে মুখ ফিরে চায় । হায় মানবের সুখ চিরকাল নয় । অস্ত যায় সুখ-শশী না হতে উদয় । সৌদামিনী শোভে যথা নব বারি-ধরে ; নিমেষে মিলায়ে যায়, নিমেষেতে ধরে পুনরায় নিজ শোভা ; মনুজ হৃদয়ে সেরূপ মুখের গতি । প্রজ্বলিত হয়ে