পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাণ্ড । ২৭ ক্ষণ কাল থাকে সুখ ; হইলে নিৰ্ব্বাণ, চারি দিক অন্ধকার নিশার সমান । শিশুর কোমল মুখে, হাস্য কি রোদন, না থাকে নিয়ত যথা, মানব কখন, সেই রূপ পায় সুখ, দণ্ড দুই পরে, আবার ভাসিতে থাকে দুঃখের সাগরে । দেখ—হেথা কুটরেতে করিয়া শয়ন অভাগ৷ দেখিছে সুখে জাগিয়া স্বপন, সুখেতে হৃদয় তার উঠে উথলিয়া, বহিছে আনন্দ-জল দুই গণ্ড দিয়া, আধ বিকসিত তার সহাস্য বদন, প্রণয়েতে পরিপূর্ণ যুগল নয়ন । এহেন সময়ে যেন সুগভীর স্বরে, তাহাকে বলিল কেহ সম্বোধন করে— ·

  • হায়রে অবোধ ! কেন বৃথা কষ্ট পাও, ছিছি কেন আকারণ জেগে নিদ্রা যাও ! একি ! জ্ঞান-শূন্য তুমি ! এ নহে তোমাব সুখের ভবন ; হায় ! এ যে কারাগার ! দেখরে অবোধ ! চেয়ে, দুরন্ত সাগর রয়েছে চৌদিকে ঘিরে, মহা ভয়ঙ্কর । জাননা একাকী তুমি রয়েছ পড়িয়া অনাথ বিজন দেশে , তোমাকে দেখিয়া আহা বলে দয়া করে নাহি হেন জন মনের আগুনে দিতে সান্থনা জীবন।