পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विठौङ्ग काँ७ ।। ২৯ ইহার উদরে কালে ! চরণ যুগল হইবে কাতর যবে, যবে যাবে বল এ পোড়া শরীর হতে, বলরে তখন, কি হবে পাপিষ্ঠ মন ! বল কোন জন পামরে করিবে দয়া ? কে দেবে তাহার তুলিয়া বদনে তোর বল দুরাচার ? পীড়িত হইব যবে ফাটিলে তৃষ্ণায় কণ্ঠ, তালু, বল দেখি, কে দেখিবে হায় ! পমরে আপন ভাবে ? যত যাবে দিন, হইব নিতান্ত তত বিবর্ণ মলিন । হয়ত অভাগ কেহ আমার সমান; সাসিবে দেখিতে হেথা করিবে প্রদান আমার বদনে বারি, করিয়া যতন, কিন্তু সে আপন কাজে করিবে গমন । কিছু পরে, দুরাক্সারে একাকী ফেলিয়া ; অনাথ অভাগা আমি শ্বসিব পড়িয়া । বদনে বহিবে দুটা সলিলের ধার ; ধীরে কর যোড় করে বলিব—“ সংসার ! গুটাও মায়ার জাল দাওরে বিদায় ; চলিলাম আজি আমি ছাড়িয়া তোমায় ; ভাঙো তব ভোজ-বাজি, ছাড়ো তব খেলা, ধররে সরল মূৰ্ত্তি যাইবার বেলা ; দিয়াছ অনেক জ্বালা যত মনে লয় ; এখন ডাকিছে কাল, হয়েছে সময় ;