পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিতের বিলাপ। শ্রান্ত হয়ে কৃষী যথা, আপন আলয়ে, আসিয়া বসিয়ে সুখে পুত্র পৌত্র লয়ে বলিতেছে উপকথা হরষিত মনে ; মাতা, পুত্র, কন্যা, পত্নী, সবে একাসনে বসেছে চৌদিকে ঘেরে , কভু বা বিস্ময়ে রহেছে সকলে তারা নির্নিমেষ হয়ে, কতু বা হাস্যের ছটা শোভিছে বদনে, কতু বা দয়াতে বারি আসিছে নয়নে । সতত ভাসিছে সুখে তাদের হৃদয় নাহি জানে পাপ তাপ নাহি কোন ভয়, প্রকৃতি তাদের দেবি । রাখিতে সম্মান, ভাণ্ডার খুলিয়া মুখ করেন প্রদান । সেই খানে দয়াবতি করলে গমন, গিয়ে সেই কৃষকেরে কর আলিঙ্গন । দিবসের পরিশ্রমে কাতর সে জন ; তোমাকে পাইলে দেবি ! হবে হৃষ্ট-মন । অথবা বিজনে যথা, কোন মন্ত্রীবর, করেন রাজ্যের চিন্তা বসি একেশ্বর, ভবেন কি রূপে হবে প্রজার কুশল ; কোন স্থানে শক্ৰগণ করে কি কৌশল, কোন দেশ কি রূপেতে হতেছে শাসন, কোন দেশে কাদিতেছে অধিবাসীগণ ; যাও যাও দয়াময়ি ! যাও সেই স্থলে । গিয়া তাকে বল দেবি !—“একাকী বিরলে