পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مبا (تحي Iনব্বাসত্তের বিলাপ । বিস্ময়ে পুরিল মন, কঁাপিল হৃদয়, অপরূপ দেখে মনে উপজিল ভয় । জিজ্ঞাসিতে রসনাতে সরে না বচন ; চকিত, কুষ্ঠিত, ভীত, দোলায়িত মন । মনে মনে ভাবে যুবা একি চমৎকার! সহসা কি হেরি আজ একি অবতার ! অভাগা রয়েছি এই অরণ্য ভিতরে, সতত বিজনে থাকি ; বিজনেতে ঝরে চিরদিন এই পোড়া নয়নের জল ; আপনি আপন চর ; কভু শোকানল জ্বালাই পাপিষ্ঠ আমি আপনি ভাবিয়া ; নিবাই আপনি পরে অশ্রু জল দিয়া, কেবল ভাবনা মাত্র আমার সঙ্গিনী ; তারি কোলে মাথা রাখি যাপি নিশীথিনী । আজ দেখি একি খেলা পোড়া বিধাতার ! না জানি রমণী কেবা, কি ভাব ইহাব । কুটীরের দ্বার দেখি রয়েছে সমান ; কেমনে আসিল বালা নাহি হয় জ্ঞান ! দেবী কি মানবী কিবা অপার। কিন্নরী, না জানি কি জাতি এই নবীন। সুন্দরী ! আহা কি রূপের শোভা ! এ হেন বদন করি নাই এ নয়নে কভু দরশন। বিশাল য়েনযুগ মরি কি সুন্দর ! থই থই করে যেন সৌন্দৰ্য্য সাগর ।