পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাণ্ড । い)。 রেখেছে প্রসন্ন মুখে লাবণ্য মাখিয়া, বিস্বাধর কোণে হাসি রয়েছে ডুবিয়া । কোথা ছিল হেন রত্ন বনের ভিতর ; সহসা করিল অালো অভাগার ঘর । কাহার রমণী বালা কেন বা হেথায় ; হায় বিধি একি দায় ঘটালে আমায় ! বসিয়া ভাবিয়া বৃথা কি হইবে আর, জিজ্ঞাসি, শুনিতে পাব সব সমাচার। এ হেন ভাবিয়া মনে সাহস ধরিয়া, অধোমুখে বলে যুবা বিনয় করিয়া — এ ঘোর গভীর নিশী, স্তব্ধ চরাচর, গতাসু সমান আছে পশু পক্ষী নর ! কে আপনি, কেন হেথা এ হেন সময় ? কি করিবে আপনার এই দুরাশয় ; আপনি কাহার নারী, কাহার নন্দিনী ; আসিলেন হেন কালে কেন একাকিনী ; চারিদিকে বনজন্তু করে বিচরণ, কঠোর চীৎকারে ফাটে মেদিনী গগণ ; শুনিয়ে লিহরে তনু, একি চমৎকার, এ হেন সাহস হায় কেন অবলার ! রয়েছি কুটীরে আমি তথাপি হৃদয় সতত কঁাপিছে ভয়ে ! এ হেন সময় কি রূপ্ত রমণী হয়ে এলেন এখানে । এত দিন হতভাগ্য আছি এই স্থানে ; }r