পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিন্তের বিলাপ । এই স্থানে প্রায় হলো যৌবন যাপন, আপনারে করি নাই কভু দরশন । এই ঘোর আন্দামান মহা ভয়ঙ্কর, কোথা আপনার বাস ইহার ভিতর ? এত দিন দেখি নাই ; আজি কি কারণ অভাগার কুটিরেতে হলো আগমন ? নিবিড় তামসী দেখি ঘোর অন্ধকার, নিদ্রাতে মগন সব, সুস্থির সংসার ! কে আনিল আপনারে ? দিল কোন জন আসিতে কবাট খুলি ? সন্দিহান মন এ পামর নরাধম এই বোধ করে – বুঝিবা জনম নহে মানব উদরে ! আপনি বুঝিবা কোন ত্রিদিৰ-সুন্দরী, যাইতে বিমান পথে, হেথা অবতরি, আসিলেন ধরণীর শোভা দরশনে, ভ্ৰমিতে ভ্রমতে পরে পড়িল নয়নে অভাগার এই গৃহ, নিকটে আসিয়া দেখিতে পাপীর রঙ্গ আছেন বসিয়া ! অথবা আপনি মায়। ভুবন-মোহিনী সাহার শাসনে, এই ঘোর নিশীথিনী রাখিয়াছে চরাচর বিচেতন করে ; বাহার কটাক্ষ-ভয়ে ঘুমায় কাতরে তরু, গুল ম, নদী, গিরি, ভূচর, খেচৰe; যেমন জুজুর ভয়ে কম্পিত অন্তর,