পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विकौङ्ग कां७ ।। 8? সঙ্কোচিয়া হস্ত পদ, ছাড়িয়া রোদন, জননীর কোলে শিশু মুদে দুনয়ন। কে আপনি, কোন জাতি কেন বা এখানে, করুনৃ পাপীরে তৃপ্ত পরিচয়-দানে । না হইতে কথা-শেষ, সস্মিতবদন মৃদুস্বরে ধীরে তারে বলে সুলোচনা— “ ভয় নাই প্রিয়তম নহি নিশাচরী, নহিহে পিশাচী আমি, নহিহে কিন্নরী, কথা শুন পরে দিব নিজ পরিচয় ; বিপরীত ভাবি মনে করোনা সংশয় ! ধরাধামে সদা আমি করি বিচরণ ; দীন আতুরের দুঃখ করিতে মোচন । অথবা আতুর কেন, হইলে চঞ্চল, সকলের মন আমি করি সুশীতল । কি রাজা, তেজস্বী কিবা দরিদ্র ভিখারী ; কি তাপস, কিবা, যোগী কিবা বনচারী, যাহাকে যখন দেখি বিষন্ন বদন, সান্ত না করিয়া তারে রাখিহে তখন । চারি কাল আছি আমি নাহি মম ক্ষয়, সকল প্রদেশে থাকি সকল সময় । জানকী বিহনে যবে দেব রঘুবর কাদিলেন চিত্রকুটে, হইয়া কাতর, ফিরিলেন বনে বনে করি অন্বেষণ ; কোথায় জানকী । সার হইল ভ্রমণ ।