পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 २ নিৰ্ব্বাসিতের বিলাপ । বৈদেহি বৈদেহি! করে চাতকের মত কাদিলেন উদ্ধ নেত্রে শুধু অবিরত ; অবশেষে ক্লান্ত হয়ে বসিয়া উপলে, রাখি শির লক্ষ্মণের গুরু উরুস্থলে, যখন নিরাশ হয়ে করিয়া রোদন, বলিলেন দীনস্বরে—“ভাইরে । লক্ষ্মণ । যাওরে কোশলধামে ; যাওরে ফিরিয়া, অদ্যাবধি রাম নাম যাওরে ভুলিয়া ; সুমিত্র। মাতার তুমি অঞ্চলের ধন, ফিরে তুমি অযোধ্যাতে কররে গমন ; রাম সীতা কোথা বলে জিজ্ঞাসিবে যবে, উঠনা কাদিয়া ভাই ! বলোরে তা সবে, র্তাদিগে শার্দ লে ধরে করেছে সংহার, একাকী এলাম আমি লয়ে সমাচার । ” সেই কালে আমি তথা করিয়া গমন এই কথা বলিলাম করি সম্ভাষণ— “ হে রঘু-মুন্দর ! কেন হইলে অধীর ; সম্বর সম্বর শোক, কর মন স্থির । বিক্রমে অটল তুমি, ধৈৰ্য্যেতে অচল, ছি ছি আজি শোকাবেগে এরূপ চঞ্চল ! পরিহর শোক, উঠ, কর অন্বেষণ, নিশ্চিত পাইবে পুন জীবনের ধন । শিবিরে আসিয়া যবে বীর ধনঞ্জয়, দেখিলেন ভ্রাতৃগণে বিষঃ হৃদয়,