পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3切 fনৰ্ব্বাসন্তের বিলাপ | কেমনে এ সিন্ধু দেবি । বল হবে পার ? (হায়রে পাপিষ্ঠ আমি কি আশা আমার ! ) ঋষিবর মূষ যবে দল বল লয়ে মিসর হইতে যান মুখের আলয়ে ; তবে ভয়ে ভয়ে সিন্ধু দিয়াছিল পথ, আজি কি পুরাতে দেবি ! তব মনোরথ, ধীরত্ব বীরত্ব বীর ভুলি আপনার, ধরিবে সরল মূর্তি নিকটে তোমার ? যাওগো আপন ধামে, পিতার ভবনে, অভাগীর কুটরেতে রথা কি কারণে ? জানি জানি দয়াময়ি ! যা হবে অামার, আর কেন সুখ-অাশা দাও বার বার । যুবতীর কাছে হেন বলিতে বলিতে আপন দুখের কথা ; লাগিল গলিতে দর দর জলধারা ; শোকের সাগর • উথলিল একেবারে ; হইল মন্থর বচন বাম্পের ভরে ; হায়রে যেমন কলহ করিয়া শিশু করিয়া রোদন আসিলে জননী-পাশে, যদ্যপি তখন মুছায়ে নয়ন-নীর, করিয়া চুম্বন কোলে লয়ে মাতা তাকে বলেন অাদরে— *কেনরে কাদিস বাপ ? কে এমন করে ভাসালে চক্ষের জলে আমার গোপালে ! মরি । চুপ্‌ কর বাপ শিখাব সকলে