পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्ठिौष्ट्र काँ७ ।। - 8: ভাল করে কালি তারে” তখন যেমন, সান্তনাতে করে শিশু দ্বিগুণ রোদন , সেই রূপ রমণীর প্রবোধ বচনে দ্বিগুণ সলিল-ধারা বহিল নয়নে । অসম্ভব ভেবে সব হইল হতাশ, অধোমুখ হয়ে যুবা ছাড়িল নিশ্বাস । দেখিয়া সে ভাব তার বিরল বদনে বলিল যুবতী তবে মধুর বচনে ঃ– একি দেখি হে সুজন ! হইয়া সুধীর, হইয়া সুধীর কেন এরূপ অস্থির ? ছি ছি হে ! না জানি কেন এত অবিশ্বাস ? জানিনা কেনবা এত হয়েছ হতাশ ? এখনো কি অভাগীরে ভাবিছ রাক্ষসী এ বিরলে, রহিয়াছে তব পাশে বসি, কেবলঞ্জাইয়া যেতে লোভ দেখাইয়া ? অথবা দেখিতে রঙ্গ বিপদে ফেলিয়া ? চায় রে বলিব কিবা, না হবে প্রত্যয়, ধন্য বটে, দেখি নাই এরূপ সংশয় । এ ঘোর তামসী, দেখ সুলুপ্ত ধরণী স্পন্দহীন চরাচর ; মারুত আপনি, ছাড়িয়া চপল ভাব বসেছেন ধ্যানে ; নড়েন শাখীর শাখা ; কাপেন। এখানে দেখন। দীপের শিখা ; ভয়েতে কেবল দুরু দুরু কাপে হিয়া, নিতান্ত চঞ্চল । {{