পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ নিৰ্ব্বাসিতের বিলাপ। কেবা চায় জলনিধি করিতে বন্ধন ? এই আমি, একবার হয় যদি মন, তরঙ্গের বক্ষ দিয়া যাইব চলিয়া, আশ্চৰ্য্য হইয়। সিন্ধু রহিবে চাহিয়া । কিম্বা দূর কর । মিছা বসিয়া কি করি মানবী, রাক্ষসী, কিবা অপারা, কিন্নরণী— যেহই সেহই আমি যাই অন্য স্থানে । কি হবে অলস-ভাবে বসিয়া এখানে । বলিতেছি বার বার, ভেবে দেখ মনে, যাইবে কি পুন সেই মুখের ভবনে ! অথবা ভাসিবে হেথা ঘোর সিন্ধু-জলে চিরদিন ; যাই আমি দেখ যাই চলে, এখনো করিতে পাব যাহা মনে লয় । যাইব দুদণ্ড পরে থাকিবার নয় । স্থির-নেত্রে প্রিয়তম । চিত্রিতের প্রায় কি ভাবিছ ? উঠ উঠ করিব তোমায় আজি এজলধি পার! কাজুক বিজনে, কারাগার একা পড়ে তোমার বিহনে ; খেলুক একাকী হেথা দুরন্ত সাগর ; ভাঙক তরঙ্গমালা বেলার উপর ; সুখেতে করুক গ্রাস শত শত তরী , নাজুক দিবস-নিশি কল কল করি । এত বলি নীরবিল কুরঙ্গ-নয়ন— দেখে যুবা, এক দৃষ্ট্রে আছে অন্যমন।