পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to নিৰ্বাসিতের বিলাপ । সৰ্ব্ব-গ্রাসি কাল যবে সব লয় হরে ; বিপদ-তামসী যবে ঘোর ভাব ধরে, একে বারে দশ দিক করে আচ্ছাদন ; দারিদ্র্য দুর্দিন যবে ঘোর দরশন, শিরোপরে শত বজ্ৰ হানে নিরন্তর ; সমগ্ৰ জগত যবে হয়ে সমস্বর বৈরিভাবে প্রতিকুলে সাজিয়া দাড়ায় ; সেই কালে মায়াবিনি ! দেখিয়া তোমায় অকাতরে থাকে নর হৃদয় ধরিয়া ; তোমারি কথাতে সব থাকে লো ভুলিয়া । আবার যতেক ক্লেশ বিপুল ভবনে, সুমুখি ! দশাংশ তার তোমারি কারণে ; একি খেলা ! একি লীলা ! একি চমৎকার । অপূৰ্ব্ব অচিন্ত্য মায়া ! করি নমস্কার ।