পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কাণ্ড । ുടെഞ്ഞ স্বপ্ন । স্থান-কুটার। সময়—তৃতীয় প্রহর রজনী । তৃতীয় প্রহর নিশি । মেদনী, গগণ, সব আছে স্থির ভাব করিয়া ধারণ ; ঘুমায় পৰ্ব্বত, নদী, ঘুমায় সাগর ; নড়েন। পল্লব, নিদ্রা যায় তরুবর ; ঘুমাইছে আন্দামান থাকিয়া থাকিয়৷ শিবার অশিব রবে উঠিছে কাদিয়া ; গিরিবরে করি যুদ্ধ রয়েছে নিদ্রায় ; একমাত্র যুথপতি গিরি-চুড়া প্রায়, দাড়ায়ে বিপুল কর্ণ নাড়িছে সঘনে, মাঝে মাঝে উড়ে ধূলি নিশ্বাস পবনে, ' প্রজার রক্ষায় যেন জাগে নরপতি । জনস্থানে—বাল, রুদ্ধ, যুবক, যুবতী, মোহিনী নিদ্রার কোলে আছে সৰ্ব্বজন কোথা বা মানব কেহ দেখিয়া স্বপন, হাসে, কঁাদে, কথা কয়, আপনার মনে ; ঘুমায়ে ঘুমায়ে শিশু, লইয়া বদনে, সুধা-রস-পূর্ণ স্তন মুখে করে পান ; নিদ্রিতা জননী তার জানে না অজ্ঞান, ঘুমায়ে ঘুমায়ে তারে করিছে বারণ ; বার বার স্তন-যুগ করে আকর্ষণ । 3