পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QW。 নিৰ্ব্বাসিতের বিলাপ । কোথাবা রমণী কেহ, এক-নিদ্রা পরে, একাকিনী কঁাদিতেছে গুণ গুণ স্বরে ; পতি পুত্র ছিল তার, ছিল পরিবার, নিরদয় মৃত্যু সবে করেছে সংহার, রেখেছে তাহাকে শুধু কাদিতে বিজনে! উন্মলিত হয়ে যবে ঝটিকা-পবনে তরু-রাশি যায় পড়ি ; লতা অসহায়, ধরাতলে থাকে শুধু পড়িয়া তথায় ; সে রূপ কামিনী একা রয়েছে পড়িয়া ; জ্বালাইতে মৃত্যু তারে গিয়াছে ফেলিয়া । আবার কোথাবা কোন ধনীর ভবনে, আমোদ তরঙ্গোপরি ভাসে সৰ্ব্ব জনে , সমীপে নর্তকী নাচে, হাস্য পরিহাসে সবে মত্ত ; বাট যেন নাচিছে উল্লাসে । মেঘ-গৃহে মেষ-পাল রয়েছে নিদ্রায়, চতুর শৃগাল এবে আসিয়া তথায় মেষ-শিশু চুরি আশে বেড়ায় ঘুরিয়া ; প্রহরী কুকুর শুধু থাকিয়া থাকিয়া, পত্রের মৰ্ম্মর রব করিয়া শ্রবণ, উদ্ধ-মুখে ঘোর-রবে ডাকে অনুক্ষণ । উপরে গগণ-তলে ভ্ৰমে তারাগণ ; একে একে ক্রমে ক্রমে হয় আদর্শন, ঢলিয়া পড়েছে এবে সপ্তর্ষি মণ্ডল, ভাঙ্গিয়া আসর যেন যায় তারাদল,