পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौञ्च क९ ।। (to ঝিল্লীগণ ক্রমে রব করিছে সংহার, হয়েছে কাতর যেন শক্তি নাহি আর ; মিলাইছে ছায়াপথ অস্বরের তলে ? ক্রমে ফেণা যায় যথা জলধির জলে । এদিকে আশার সনে কম্পিত-অস্তরে, চলেছে অভাগা দেখ! দৃষ্টিপাত করে, চারিদিকে বার বার ; কভু ফিরে চায়, বুঝি কেহ আসে ভাবি কভু বা দাড়ায়, কৰ্ভু বলে একি দেবি ! কাপে কেন মন ? চলিতে চরণে কেন বাজিছে চরণ ? লইয়া পরের ধন তস্কর যেমন, ক্ষণে যায় ক্ষণে চায় সচকিত মন ; সেরূপ চঞ্চল আজি যুবার হৃদয়, যাই যাই থাকি থাকি না যায় সংশয় । । সমীপে দাড়ায়ে তার ভুবন মোহিনী— আপনি মশাল ধরে ; বলেন—‘যামিনী গেল যে গেল যে বয়ে, হওহে সত্বর, এস যদি এস তবে হও অগ্রসর । মুখশশী আধ-হাসি ; যুগল নয়ন আধ আকুঞ্চিত হাসি করিতে গোপন । সাত পাচ ভাবি যুবা ধরিয়া অন্তর বলিতে লাগিল তবে হয়ে উৰ্দ্ধকর ঃ– থাকরে কুটির! এক ; পাপীর ভবন । অভাগার চিরবন্ধু! যতনের ধন ;