পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हडौब्र कां७ ।। 08षे আর ভূমি রে কুটার । সন্ধ্যার সময়, পাবে না দেখিতে ওই সাগরের তীরে, তোমার আশ্রিত জনে ; আর ধীরে ধীরে বেড়াব না এই পথে পাগলের মত ; এই নেত্র-যুগে আর অশ্রু অবিরত ঝরিবে না মনোদুখে ; বাম করতলে রাখিয়া কপোল, আর জলধির জলে স্থির-দৃষ্টি হয়ে, আমি রব না বসিয়ে ; চলিলাম আজি আমি তোমারে ছাড়িয়ে । থাকো থাকে। আন্দামান ! খেলুক সাগর চিরদিন তবপাশে ; হাঙ্গর মকর দেখ তুমি বসে হেথা ; দুখিনীর ধন, যাই আমি নিবাইতে শোক-হুতাশন । । রাখে। তব বনজন্তু মহা ভয়ঙ্কর ; রাখে তব কারাগার, বিপিন, শিখর ; রাখে। তব সাগরের উত্তাল তুফান ; রাখো তব বিহগের সুললিত গান ; যাহা কিছু আছে তব রাখরে সকল ; যাই আমি নিজধামে ; করিতে শীতল, তাপিত জীবন ওরে বিহঙ্গম-গণ ? নিদ্রায় বিঘোর সবে রয়েছ এখন ! তোমাদের প্রতিবাসী নিজগৃহে যায় ! উঠ সবে, এসময়ে দিলে না বিদায় ?