পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठूडौ को७ । \>> আজি পোহাইল মোর দুখ-বিভাবরী ; ভাঙিয়া পিঞ্জর আজি পলায়ন করি । আগে যান অাশা দেবী পথ দেখাইয়। স্মিতমুখী, মৃদুগতি, মশাল ধরিয়া ; পশ্চাতে চলেছে যুবা, কম্পিত অস্তর । গুরু ভয়ে উরুযুগ, র্কাপে থর থর ; পথ-পাশে নিশিচোর ১ পিক পিক করে, দেখিয়া দীপের আলো দূরে যায় সরে । অদূরে ঝোপের পাশে খেলিছে শৃগালী, তাড়াইয়া যায় যুব দিয়ে কর তালি । স্থিরভাবে মৃদুপদে যায় দুইজন ; এখনো কাপিছে ভয়ে অভাগার মন । হইল যে শোভা তবে বর্ণনা তাহার কে করিবে, কে দেখেছে, হেন সাধ্য কার ! ধগ ধগ্ৰ দহ দহ জ্বলিছে মশাল আশার কোমল করে ; জ্বলিছে বিশাল সুবর্ণ অঞ্চল তার , হরিত বসন ; উগারিছে তেজোরাশি নিবায়ে নয়ন । হাসি মাখা বিশ্বাধর ; প্রফুল্ল বদন ; চুম্বিছে কুন্তল আসি মুচারু নয়ন ; ডাবিছে সুস্নিগ্ধ তারা নয়ন-গগণে ; করিছে শিশির রষ্টি অমৃত কিরণে । ১ নিশিচোর—এক প্রকার পার্থী, অধিক রাত্রে মাঠে চলিবার সময় প্রায় দেখা যায়। 教