পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

한 নিৰ্ব্বাসিন্তের ৰিঙ্গাপ । পশ্চাতে চলেছে মুৰা, নিতান্ত মলিন, চীরমাত্র পরিধান ; ভাবনায় ক্ষীণ, স্বভাব-সুন্দর তনু আসিত বরণ, প্রবেশ করেছে যেন বদনে বদন ! সহজ-বিস্তৃত চারু নয়ন যুগল, অপমানে যায় য়েন ক্রমে রসাতল ; কাতর চরণ তার উঠিতে না চায়, পদান্তে ফেলিতে পদ জড়াইয়া যায় ; রুক্ষ কেশ ; ঘন শ্মশ্র চিবুক-মণ্ডলে ; মলিন উভয় গণ্ড নয়নের জলে ; বিশাল ললাট তার এবে কান্তিহীন, নিরন্তর স্বেদ-জলে হয়েছে মলিন । এইরূপ দুই জনে যায় পায় পায় । সাবাসি সাবাসি অাশা সাবাসি তোমায় ! অদূরে দেখিল যুবা, সাগরের জলে ভাসিছে তেজের রাশি ; যেন ক্ষিতিতলে পড়েছে অম্বরমণি খসিয়া, আদরে প্রসুপ্ত ধরার মুখ চুম্বিবার তরে ! এবে আর নাহি সেই প্রখর কিরণ ! প্রেমে ঢল ঢল রবি লোহিত বরণ ! উজ্জ্বল শীতল কান্তি জুড়ায় নয়ন, দশ দিকে করে যেন সুধা বরিষণ । বিস্ময়ে চকিত যুবা বলে মনোহর, একি দৃশ্য এবিজনে ! প্ৰমত্ত সাগর