পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কাও। : 曾● অথবা সকলে তারা মিলিয়া যখন কহে কথা নানা মত, বুঝিবা তখন, ছাড়িয়া নিশ্বাস, কেহ বলে হায় হায় ! মনে হলো আজি কেন কথায় কথায় সেই অভাগার নাম ! ন জানি সেখানে কিরূপে কাটায় কাল আছে কিনা প্রাণে । কেহ বলে—আন্দামান স্থান ভয়ঙ্কর, বিজন অরণ্যময়, জলধি ভিতর ! কে দেখিবে তারে তথা কে করে যতন ? এত দিনে গেছে বুঝি শমন-সদন । কেহ বলে—নেত্ৰে বহে অশ্রু অবিরল, মরি । তার যুবতীর বদন কমল হেরি যবে !! তাভাগিনী নিতান্ত মলিন দিন দিনে ভাবনায় হইতেছে कौ१ । । নবীন যৌবন মরি ! ভোগের সময়, বিফলে বহিয়৷ গেল ; নিবিবার নয় সে আগুণ, জ্বলে যাহা তাহার অন্তরে, দেখিলে তাহার মুখ পাষাণ বিদরে । কেহ বলে—শিশু তার রুচির-দশন, আসে যবে খেলাইতে সহাস্যবদন, অপর বালক সনে ; তাহারা সকলে আপন পিতার কথা পরস্পর বলে :– কোন শিশু বলে, “বাবা দেবেগো অামারে কেমন পুতুল কিনে ! বলেছি বাবারে