পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडान्न का९ ।। ७१. পাশেতে অবোধ শিশু অঘোর ঘুমায় ; রয়েছে মাতার কোলে নাহি কোন দায় ! এক দৃষ্ট্রে শশিমুখী তাহার বদন সজল নয়নে শুধু করে নিরীক্ষণ ! প্রতিক্ষণে যেন নব শোকের উদয় ; না মুছিতে এক ধারণ অন্য ধারা বয়, গৃহ-কৰ্ম্ম-শেষে প্রিয়া করিতে শয়ন এসেছে শয়নাগারে, করি দরশন নিদ্রিত মুতের মুখ, শোক পারাবার উঠিয়াছে উথলিয়া ; নাহি পারে আর নিবারিতে সে যাতনা অস্থির। সুন্দরী ; কঁদিছে বিজনে বসি পূৰ্ব্ব কথা স্মরি। এহেন সময়ে যদি সহসা যাইয়া খুলি দ্বার একেবারে, আমাকে দেখিয়া, চমকে উঠিবে সতী, মুছে নেত্ৰ জল, একে ! একি হলো ! বলে হইবে চঞ্চল । কঁাপিয়া উঠিবে আহ। কোমল হৃদয় । দুষ্ট জন ভাবি মনে বাড়িবেক ভয় । বল দেখি পাপী মন । এভাব যখন, দেখিবে স্বচক্ষে তুমি, কি হবে তখন ? তখন বলিব আমি, শশাঙ্ক-বদনে । ভয় নাই, ভয় নাই, নহি সুলোচনে । নহি আমি সুধা-মুখি ! কোন দুষ্ট জন । হয় নাকি অয়ি প্রিয়ে! হয় না স্মরণ,