পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לפץ নিৰ্ব্বাসিন্তেয় বিলাপ । গিয়াছি যে কত দিন তোমারে ফেলিয়া ; আছ কিলো শশি-মুখি ! সকল ভুলিয়া ? পেয়েছি অনেক ক্লেশ যাতনা অপার ; তরেছি অনেক পুণ্যে ঘোর পারাবার, দেখিতে ও মুখ-শশী বহুকাল পরে আবার সুধাংশু মুখি ! এসেছিলো ঘরে, যত বিন্দু নেত্র জল পড়েছে আমার এস চুম্বি সুধাধরে আজি তত বার । ভাবিতে ভাবিতে যুবা যায় পাছে পাছে ; ক্রমে আসি উতরিল জলধির কাছে । দেখিল মোহন তরি করে ঝল মল দশদিকে ছুটে আভা নিতান্ত উজ্জ্বল কি সিন্দুর বাত-পট বিচিত্র-বরণ । উগারিছে দীপালোকে বিচিত্র কিরণ । অম্বরে উড়িছে কেতু পবনের ভরে হাসিছে দাড়ায়ে তরি প্রশান্ত সাগরে ; দেউটার মালা মরি কিবা চমৎকার ! রাজরাণী গলে যেন হীরকের হার ! যেই মাত্র শশিমুখী যুবকের সনে আসি উতরিল তথা, অমনি সঘনে বাজিল মুরজ বীণা তরির ভিতরে ; অবাক হইয়া যুব বিস্মিত-অন্তরে আশার গৰ্ব্বিত মুখ করে দরশন ; অদ্ভুত এ দৃশ্য মনে করিছে বর্ণন ।