পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ङ्ङेौश्च ह७ि ।। ●、 হেন কালে চেয়ে দেখ, তরুণী দুজন উজলি তরির পৃষ্ঠ, সম্মিতবদন, দাড়াল বাহিরে আসি ; অাশার হৃদয়ে না ধরে আনন্দ আর ; পুলকিত হয়ে আরোহিল তরি বামা ধরিয়া অাদরে তাহাদের পদ্মকর ; প্রফুল্ল অন্তরে তুলিল যুবাকে সবে—হায়! অভাগার কে পারে বণিতে, মন হলো যে প্রকার । আশা বলে—“ প্রিয়তম ! দেখ অবসান হলো তারাময়ী নিশা ; ওই ভানুমান উঠিছে সলিল হতে লোহিত বরণ ; বুঝিবা ধরণী খুলি তমোবগুণ্ঠ৭, লইছে দিবস-নাথে আদরে ডাকিয় । পোহায়ে মুখের নিশি, শাবকে রাখিয়। নিভূত নীড়ের মাঝে, বিহঙ্গম-গণ ওই দেখ, সিন্ধু-তীরে করে আগমন । আহাকি অপূৰ্ব্ব শোভা মরি মনোহর । ছাড়িয়া চপল ভাব মুস্থির সাগর । উত্তরে, দক্ষিণে, পূৰ্ব্বে, যেদিকে নয়ন ফিরাই, কেবল হেরি মুনীল বরণ । আজি সুপ্রভাত নিশি ; নবীন তপনে করহে প্রণাম কর । ভেবে দেখ মনে দুই দণ্ড গত হলো, ছিলে কোন খানে কিরূপে চলেছ কোথা ! ওই আন্দামানে