পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিতের বিলাপ। রহিল পড়িয়া তব কুটীর বিজন ; পিঞ্জর ছাড়িয়া শুক করে পলায়ন । বুঝিবা প্রহরী কেহ তব অন্বেষণে এহেন সময়ে আসি তোমার ভবনে, তোমাকে নাহেরি তথা, বিস্ময়-সাগরে মগ্ন হয়ে ভাবে শুধু সভয় অস্তরে – কি আশ্চৰ্য্য ! জলনিধি অপার দুৰ্জয় পরিখা সমান শোভে ; যমের তালয় শ্বাপদ-সস্কুল হেন ভীষণ কানন , নাহি জানি কোথা আজি গেল এই জন । বহু অন্বেষণ পরে তব দরশন না পাইয়া ফিরে ঘরে করিবে গমন ; ঘুষিবে একথা গিয়া সবার শ্রবণে, সবিস্ময়ে নানা কথা কবে নানা জনে । কেহব বলিবে— হায় না পারিয়া আর সহিতে সতত হেন জীবনের ভার, সিন্ধু-জলে আজি তনু করি বিসর্জন, অভাগা শীতল বুঝি করিল জীবন । অপরে বলিবে— বুঝি বিকট কাননে প্রবেশিল হতভাগ্য, শ্বাপদ-বদনে, পাপের আধার দেহ দিতে উপহার, হৃদয়ের জ্বালা হতে পাইতে নিস্তার । আহা ! কারাবাসী যারা তোমার সমান, শুনিবে তোমার কথা করি প্রণিধান ।